বিকিনি মডেলকে ১৩৫ কোটি টাকা উপহার!
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০১:০৬ পিএম, ৪ অক্টোবর ২০১৯ শুক্রবার | আপডেট: ০১:০৭ পিএম, ৪ অক্টোবর ২০১৯ শুক্রবার
দক্ষিণ আফ্রিকার একজন বিকিনি মডেলকে ১৬ মিলিয়ন মার্কিন ডলার (১৩৪ কোটি ৮২ লাখেরও বেশি টাকা) ‘উপহার’ দেয়ার খবর প্রকাশের পর সমালোচনার মুখে পড়েছেন লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরি৷
দক্ষিণ আফ্রিকার একটি আদালত থেকে পাওয়া নথি বিশ্লেষণ করে মার্কিন প্রভাবশালী সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে৷ প্রতিবেদনে বলা হয়, ২০১৩ সালে সিচেলিস দ্বীপে দক্ষিণ আফ্রিকার মডেল ক্যানডাইস ভ্যান ডার মারউইর সঙ্গে দেখা করেন হারিরি৷ ওই সময় তিনি এই মডেলকে ব্যক্তিগতভাবে ১৬ মিলিয়ন ডলার দেন৷
এখনো জানা যায়নি কেন হারিরি ওই মডেলকে এই অর্থ দিয়েছিলেন৷ তবে ভ্যান ডার মারউইর আয়কর কর্তৃপক্ষকে বলেছিলেন, তাকে ওই অর্থের কর দিতে হবে না, কারণ তিনি তা উপহার হিসেবে পেয়েছেন৷
নিউ ইয়র্ক টাইমস জানায়, লেবাননের দুই মেয়াদের প্রধানমন্ত্রী হারিরি বিকিনি মডেলকে দুই দফায় এই অর্থ দেন৷ এর মধ্যে প্রথমবার ক্যানডাইসের অ্যাকাউন্টে অর্থ স্থানান্তর হয় ২০১৩ সালে, সে সময় তিনি লেবাননের সরকারে ছিলেন না৷
বিকিনি মডেলকে নগদ অর্থ পাঠানো বেআইনি না হলেও এ এনিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে৷ কেউ কেউ হতবাক হয়েছেন, কারণ, একজন ব্যবসায়ী ও মিডিয়া মুঘল তার ব্যবসায় ধস চলার সময়েও কীভাবে এই বিলাসী কর্মকাণ্ড করেছেন৷ কেউবা এতদিন পরে ওই প্রতিবেদন করা নিয়েই প্রশ্ন তুলেছেন৷
ফোর্বস ম্যাগাজিন বলছে, গত বছর হারিরির সম্পদের পরিমাণ ছিল ১ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার৷ কিন্তু বর্তমানে অর্থনৈতিকভাবে কঠিন সময় পার করছে লেবানন, যার প্রভাব পড়েছে হারিরির ব্যবসা-বাণিজ্য ও রাজনৈতিক সাম্রাজ্যেও৷
কর্মচারীদের বেতন দিতে না পারায় ইতোমধ্যে হারিরির পারিবারিক নির্মাণ প্রতিষ্ঠান সৌদি ওগারের কার্যক্রম বন্ধ হয়ে গেছে এবং তাঁর টিভি নেটওয়ার্কও গত সেপ্টেম্বর থেকে সাময়িকভাবে বন্ধ রয়েছে৷
সূত্র:নিউ ইয়র্ক টাইমস
টিআর/