ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১১ ১৪৩১

নতুন নির্বাচন কমিশন গঠন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আজ থেকে সংলাপ শুরু করতে যাচ্ছেন রাষ্ট্রপতি

প্রকাশিত : ১২:১৭ পিএম, ১৮ ডিসেম্বর ২০১৬ রবিবার | আপডেট: ০১:৫৬ পিএম, ১৮ ডিসেম্বর ২০১৬ রবিবার

নতুন নির্বাচন কমিশন গঠন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আজ থেকে সংলাপ শুরু করতে যাচ্ছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। প্রথমদিনেই বিএনপির সঙ্গে সংলাপ করবেন তিনি। বিকেলে বঙ্গভবনে সংলাপে যোগ দেবেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার নেতৃত্বে ১৩ সদস্যের প্রতিনিধি দল। গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের পাশাপাশি সুষ্ঠু নির্বাচন নিয়ে খালেদা জিয়ার ১৩ দফা প্রস্তাবনা নিয়ে বিএনপি আলোচনা করবে বলে জানা গেছে। এছাড়া সার্চ কমিটিতে বেশ কয়েকজন বিশিষ্ট নাগরিকের নামও প্রস্তাব করতে পারে দলটি। ২০ ডিসেম্বর রাষ্ট্রপতির সংলাপে অংশ নেবে জাতীয় পার্টি। আগামী ফেব্র“য়ারি মাসে শেষ হচ্ছে বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ। ২০১৯ সালে নতুন ইসির অধীনে হবে জাতীয় সংসদ নির্বাচন।