ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

আজ সেরা খেলার অপেক্ষায় পাকিস্তান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২৭ পিএম, ৫ অক্টোবর ২০১৯ শনিবার

আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘ ১০ বছর পর নিজেদের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে ইতিমধ্যে ওয়ানডে সিরিজ জিতে নিয়েছে পাকিস্তান। এবার শুরু টি-২০ লড়াই। তিন ম্যাচের প্রথমটি আজ শুরু হতে যাচ্ছে লাহোরে। সন্ধ্যা সাড়ে ৭টায় লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পাকিস্তানের মুখোমুখি হবে শ্রীলঙ্কা।

পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদ বলেন, দলের সামর্থ্য নিয়ে আমার কোনো সংশয় নেই। তবে একই সঙ্গে মনে রাখতে হবে, শ্রীলঙ্কাও শক্ত প্রতিপক্ষ। আর টি-২০ ফরম্যাটটাই এমন যে, এখানে নিজেদের দিনে যে কোনো দলই আসলে জিততে পারে। তাই, এখানে নিজেদের সেরাটা দেওয়ার কোনো বিকল্প নেই।

এই সিরিজের জন্যই পাকিস্তান দলে ফিরিয়ে আনছে তিন অভিজ্ঞ খেলোয়াড় আহমেদ শেহজাদ, উমর আকমল ও ফাহিম আশরাফকে। শেহজাদ সর্বশেষ টি-২০ খেলেছেন ২০১৮ সালের জুনে স্কটল্যান্ডের বিপক্ষে। উমর আকমল সর্বশেষ টি-২০ খেলেছেন ২০১৬ সালের সেপ্টেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। আর ফাহিম এ বছর মে মাসে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের দলে ছিলেন।

সবগুলো ম্যাচই হবে লাহোরে। সিরিজের বাকি দুটি ম্যাচ আগামী ৭ ও ৯ অক্টোবর অনুষ্ঠিত হবে। ২০০৯ সালে এই স্টেডিয়ামের বাইরেই লঙ্কান ক্রিকেটারদের ওপর সন্ত্রাসী হামলা হয়েছিল, যার জের ধরে দীর্ঘ ১০ বছর পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট একরকম নিষিদ্ধই ছিল।

এএইচ/