অভিনেত্রী ও সংগীতশিল্পী ডিয়াহান ক্যারল মারা গেছেন
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৩:০৪ পিএম, ৫ অক্টোবর ২০১৯ শনিবার
অভিনেত্রী ও সংগীতশিল্পী ডিয়াহান ক্যারল মারা গেছেন। অস্কার মনোনীত ৮৪ বছর বয়সী এই অভিনেত্রী শুক্রবার (৪ অক্টোবর) লস এঞ্জেলেসে মারা যান। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন।
ক্যারলের মেয়ে সুসান গণমাধ্যমকে এ কথা জানান।
ডিয়াহান ক্যারল তার দীর্ঘ ক্যারিয়ারে সম্মানজনক টনি অ্যাওয়ার্ড লাভ করেন। এছাড়া ক্লাউডিন (১৯৭৪) সিনেমার অনবদ্য অভিনয়ের স্বীকৃতিস্বরূপ তিনি সেরা অভিনেত্রী হিসেবে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হন।
ক্যারল সবচেয়ে বেশি পরিচিতি পেয়েছিলেন জুলিয়া চরিত্রের জন্য। টিভি সিরিজে জুলিয়া বেকার একজন নার্সের চরিত্র, যার স্বামী ভিয়েতনামে মারা গিয়েছিল। এই সাড়া জাগানো সিরিজটি ১৯৬৮-১৯৭১ সালে টিভিতে প্রচারিত হয়েছিল।
ক্যারলের চতুর্থ স্বামী ছিলেন সংগীতশিল্পী ভিক ড্যামন (১৯৮৭-১৯৯৬)।
এসএ/