মহাষ্টমীতে বরিশালের মন্ডপগুলোতে বেড়েছে ভক্তের সমাগম
বরিশাল প্রতিনিধি
প্রকাশিত : ০২:৪০ পিএম, ৬ অক্টোবর ২০১৯ রবিবার
আজ শারদীয় দুর্গা উৎসবের মহাষ্টমী। সনাতন ধর্মাবলম্বীদের কাছে মহাষ্টমী অধিক তাৎপর্যপূর্ণ। সকাল থেকে বরিশাল নগরীর চন্ডিপাঠে মুখরিত ছিল মন্ডপ অঙ্গন।
চন্দনের সুবাস স্নিগ্ধ করে তুলে পরিবেশ। সকাল থেকেই পুণ্যারর্থীরা আসতে থাকেন মন্দিরে। পবিত্র চিত্তে দেবী মহামায়ার পায়ে অঞ্জলি প্রদান করেন।
এই দিনে দেবীর সন্তুষ্টি লাভের আশায় একমনো চিত্তে দেবী দুর্গার আরাধনায় মগ্ন থাকেন মর্তবাসী। প্রার্থনা করা হয় দেশ, জাতি, সংসার আর জাগতিক পৃথিবীর সকল প্রাণীর মঙ্গল কামনায়।
একই চিত্র ছিল মহাষ্টমীতে জেলার সকল মন্ডপগুলোতে। কোনো কোনো মন্দিরে অধিক ভক্তের সমাগমের কারণে একাধিকবার অঞ্জলী প্রদান করতে হয়। আগত পুণ্যারর্থীরা জানান, মহামায়ার এই আগমনের মধ্যদিয়ে বিদায় হবে সকল অশুভ। অশান্ত পৃথিবীতে যেন শান্তি ফিরে আসে সেই কামনাই ছিলো মহাষ্টমীতে দেবীর কাছে।
আই/