কুমিল্লায় জাঁকজমকভাবে পালিত হচ্ছে কুমারী পূজা
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত : ০৩:৩৮ পিএম, ৬ অক্টোবর ২০১৯ রবিবার
অন্যান্য বছরের মতো এবারও সনাতন ধর্মাবলম্বিদের মহাষ্টমীতে কুমিল্লায় পালিত হচ্ছে কুমারী পূজা।
রোববার (৬ অক্টোবর) নগরীর ঠাকুরপাড়া রামকৃষ্ণ মিশনে অষ্টমী পূজা শুরু হয়েছে সকাল সাড়ে ৯ টায়। সকালে ভক্ত ও অনুসারীদের ঢল নামে রামকৃষ্ণ মিশনে। এখানে জাঁকজমকভাবে কুমারী পূজার আয়োজন করা হয়।
স্বামী বিবেকানন্দ মাতৃজাতির মর্যাদা প্রতিষ্ঠায় ১৯০১ সালে শ্রীরামকৃষ্ণ ও সারদাদেবীর অনুমতিক্রমে কুমারী পূজার প্রচলন করেন।
কুমিল্লায় চতুর্থ শ্রেণির ছাত্রী জয়ন্তী চক্রবর্তীকে দেবীর আসনে বসিয়ে মাতৃরূপে পূজা-অর্চনা করা হয়। শঙ্খের ধ্বনি, কাঁসর ঘণ্টা, ঢাকের বাদ্য ও উলুধ্বনি দিয়ে কুমারী মাকে পুষ্পমাল্য পরিয়ে দেওয়া হয়।
ফুলের মালা, চন্দন, নানা অলংকার, প্রসাধন ও উপাচারে নিপুণ সাঁজে সাঁজানো হয় কুমারীকে। কুমারী পূজা দেখতে সেখানে প্রচুর ভক্ত ও সাধারণ দর্শনার্থীর আগমন ঘটে।
আই/