ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪,   পৌষ ৮ ১৪৩১

উন্নয়নের কোনো ছোঁয়াই লাগেনি শতাব্দী প্রাচীন পোড়াদহ জংশন রেল স্টেশনে

প্রকাশিত : ০৮:৪৬ এএম, ১৯ ডিসেম্বর ২০১৬ সোমবার | আপডেট: ০৮:৪৬ এএম, ১৯ ডিসেম্বর ২০১৬ সোমবার

শতাব্দী প্রাচীন পোড়াদহ জংশন রেল স্টেশনে উন্নয়নের কোনো ছোঁয়াই লাগেনি। তৈরি হয়নি এপ্রোচ সড়ক, নেই পর্যাপ্ত যাত্রী ছাউনি। যে কারণে রোদ-বৃষ্টিতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। দক্ষিণ-পশ্চিমাঞ্চলে রেল যোগাযোগে অন্যতম গুরুত্বপূর্ণ জংশনটির উন্নয়নে দ্রুত পদক্ষেপ নেয়ার দাবী যাত্রীদের। বিট্রিশ শাসনামলে ১৮৬২ সালে কলকাতা থেকে কুষ্টিয়ার জগতি পর্যন্ত প্রথম রেলপথ স্থাপিত হয়। পরে ১৮৯৭ সালে চালু হয় পোড়াদহ রেল জংশন। ১১৯ বছর কেটে গেলেও উন্নয়নের ছোঁয়া লাগেনি জংশনে। ৩ প্লাটফরমে প্রতিদিন বিভিন্ন রুটে যাওয়া আসার পথে ৩০টি ট্রেন থামে পোড়াদহে। অথচ যাত্রীদের সুবিধার্থে স্টেশনটিতে তেমন কোনো অবকাঠামো নেই। স্থানীয় কাপড়ের হাটের জন্যও ব্যস্ত পোড়াদহ। যাত্রীদের স্টেশনে যাতায়াতের জন্য তৈরি হয়নি সংযোগ সড়ক। এছাড়া প্লাটফরমের বিশ্রামাগার ও বাথরুম ব্যবহারের অনুপযোগী। সমস্যাগুলোর কথা স্বীকার করছে স্টেশন কর্তৃপক্ষ। ভোগান্তি কমাতে এ জংশনটির উন্নয়নে রেল মন্ত্রণালয় কার্যকর উদ্যোগ নেবে বলে আশা করেন যাত্রীরা।