ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

আবরার হত্যার বিচারের দাবিতে জবিতে মশাল মিছিল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:০০ পিএম, ৭ অক্টোবর ২০১৯ সোমবার

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শেরে বাংলা হলের আবসিক শিক্ষার্থী আবরারকে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে মশাল মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাধারণ শিক্ষার্থীরা। 

সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি বাহাদুরশাহ্ পার্ক, শাঁখারী বাজার মোড় ও কবি নজরুল কলেজ রোড হয়ে ক্যাম্পাসে এসে শেষ হয়।

এসময় শিক্ষার্থীদের স্লোগানে মূখরিত হয়ে উঠে জবি ক্যাম্পাস ও আশপাসের রাস্তাঘাট। তাদের স্লোগানের মধ্যে ছিলো ‘আমার ভাই মরল কেন, প্রশাসন জবাব চাই’, ‘হলে হলে সন্ত্রাস, রুখ দাঁড়াও ছাত্র সমাজ’, ‘দিয়েছি রক্ত, আরও দেবো রক্ত’,‘রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়’, ‘’, ‘জেগেছে রে জেগেছে ছাত্র সমাজ জেগেছে’ এ ধরনের বিভিন্ন স্লোগান।

এর আগে আবরার হত্যার ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে ডাকসুর ভিপি নুরুল হক নুরের নেতৃত্বে বিক্ষোভ মিছিল হয়। বিকালের দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে হত্যায় জড়িতদের শাস্তির দাবিতে মিছিল রেব করেন। এছাড়াও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ মিছিল হয়েছে। 

এদিকে আবরার হত্যার সময়কার সিসি ক্যামেরার ফুটেজ গায়েব করে দেওয়ার অভিযোগ উঠেছে। প্রতিবাদে হল প্রভোস্ট অফিস ঘিরে বিক্ষোভ করেছেন বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা।

জানা যায়, শিবির সন্দেহে আবরারকে রোববার রাত আটটার দিকে হলের একটি কক্ষ থেকে ডেকে নিয়ে যায় বুয়েট ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে রাত আড়াইটার দিকে হলের সিঁড়ির পাশে আবরারের দেহ পড়ে থাকতে দেখা যায়। ডাক্তারকে খবর দিলে তিনি এসে তাকে মৃত ঘোষণা করেন।
কেআই/