ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

আবারো বাংলাদেশে আসছে মেসি-মারিয়ার আর্জেন্টিনা!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৪:২২ পিএম, ৮ অক্টোবর ২০১৯ মঙ্গলবার | আপডেট: ০৪:২৫ পিএম, ৮ অক্টোবর ২০১৯ মঙ্গলবার

আবারো ঢাকায় আসছে ল্যাতিন আমেরিকার জনপ্রিয় ফুটবল দল আর্জেন্টিনা। আগামী নভেম্বরে ঢাকায় অনুষ্ঠেয় আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্যারাগুয়ের মুখোমুখি হবে লিওনেল মেসির দল। সম্প্রতি প্যারাগুয়ে ফুটবল অ্যাসোসিয়েশন (এপিএফ) তাদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে এক টুইট বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে।

ওই টুইট বার্তায় এপিএফ জানিয়েছে দুটি প্রীতি ম্যাচ খেলতে নভেম্বরের মাঝামাঝি সময়ে ঢাকায় আসবে তারা। ১৫ নভেম্বর ভেনেজুয়েলার বিপক্ষে খেলার পর ১৮ নভেম্বর আর্জেন্টিনার মুখোমুখি হবে দলটি। 

বিষয়টি নিশ্চিত করে আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘মুলো আলবিসেলেস্তে’ বলছে, ঢাকায় অনুষ্ঠেয় ওই প্রীতি ম্যাচে আর্জেন্টিনার হয়ে লিওনেল মেসির খেলার ভালো সম্ভাবনা রয়েছে। কেননা, এই ম্যাচের আগেই তিন মাসের আন্তর্জাতিক নিষেধাজ্ঞা উঠে যাবে মেসির ওপর থেকে।

এদিকে, ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামে প্রীতি ম্যাচে প্যারাগুয়ের মুখোমুখি হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ভেনেজুয়েলা ফুটবল ফেডারেশনও। নিজেদের অফিসিয়াল টুইটারে পোস্ট করে বিষয়টি নিশ্চিত করেছে তারা। তবে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এ নিয়ে এখন পর্যন্ত কিছুই বলা হয়নি।

আর্জেন্টিনা, প্যারাগুয়ে ও ভেনেজুয়েলার মতো ল্যাতিন আমেরিকার তিনটি দলের ঢাকায় আগমন সম্পর্কে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেন, ‘আনুষ্ঠানিকভাবে আমাদের আলোচনা চলছে। আমরা আগ্রহী, তারাও আগ্রহী। আমরা তিনটা বিষয় নিয়ে আলোচনা করছি। এর মধ্যে অন্যতম দুটি বিষয় হলো অর্থ ও নিরাপত্তা। আশা করি, আগামী ১০ দিনের মধ্যেই বিষয় দুটি চূড়ান্ত হবে।’

এদিকে এর আগেও একবার ঢাকায় এসে প্রীতি ম্যাচ খেলে গেছে লিওনেল মেসির আর্জেন্টিনা। ২০১১ সালের সেপ্টেম্বরে ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে নাইজেরিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলেছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। সেবার নাইজেরিয়াকে ৩-১ গোলে হারায় মেসির নেতৃত্বাধীন আর্জেন্টিনা।

এনএস/