ইবিতে আবরার হত্যাকারীদের শাস্তি দাবিতে বিক্ষোভ
ইবি প্রতিনিধি
প্রকাশিত : ০৭:০৩ পিএম, ৮ অক্টোবর ২০১৯ মঙ্গলবার
বুয়েট শিক্ষার্থী আবরার হত্যাকারীদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার বিকাল ৪টা থেকে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও বিশ্ববিদ্যালয়ের ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ ম্যুরালের পাদদেশে এ প্রতিবাদ সমাবেশ করে তারা।
সোমবারের ঘোষণা অনুযায়ী, ২৪ ঘন্টার আল্টিমেটাম শেষে আবরার হত্যাকারীদের শাস্তির দাবিতে বিকাল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিয়া হল মোড়ে জড়ো হয় শিক্ষার্থীরা। সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে বিভিন্ন হল প্রদক্ষিণ করে প্রধান ফটকের সামনে বিশ্ববিদ্যালয়ের ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ ম্যুরালের পাদদেশে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, ইতোপূর্বে আবরারের মতো হত্যাকাণ্ডের সঠিক বিচার হয়নি। এ কারণে আবরার হত্যার সঙ্গে জড়িত সকলের এমন শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে করে ভবিষ্যতে এমন ঘটনা আর না ঘটে। পাশাপশি দেশ বিরোধী সকল চুক্তি বাতিলের দাবি জানান বক্তারা।
এনএস/