ঢাকা, মঙ্গলবার   ০৫ নভেম্বর ২০২৪,   কার্তিক ২১ ১৪৩১

আবরার হত্যা মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরের দাবি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৩:৩৬ পিএম, ৯ অক্টোবর ২০১৯ বুধবার

আবরার হত্যা মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরেরও দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নূর।

আজ বুধবার (৯ অক্টোবর) দুপুরে কালো পতাকা মিছিল নিয়ে তিনি বুয়েট ক্যাম্পাসে যান। সেখানে বক্তব্য রাখার সময় তিনি একথা বলেন। এসময় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে তিনি একাত্মতা প্রকাশ করেন।

ডাকসু ভিপি বলেন, রাতে আবরার ফাহাদকে হত্যার পরে সকাল পর্যন্ত খুনীরা কিভাবে হলে ছিল,প্রশাসনকে সেই জবাব দিতে হবে। এর সঙ্গে জড়িত শিক্ষক এবং কর্মচারীদের বহিষ্কার করতে হবে। এর সঙ্গে জড়িত শিক্ষক এবং কর্মচারীদের বহিষ্কার করতে হবে।

বুয়েট শিক্ষার্থীদের উদ্দেশে নূর বলেন, আপনারা কোনোভাবেই আন্দোলন বন্ধ করবেন না। এ ধরনের আন্দোলনের ক্ষেত্রে অতীতে দেখা গেছে, প্রশাসন মিষ্টি মিষ্টি কথা বলে শিক্ষার্থীদের সরিয়ে দেয়। পরে আর কোনো ফলাফল পাওয়া যায় না। আপনারা ভয় পাবেন না, আমরা সব সময় আপনাদের সাথে আছি।

এ সময় বাংলা‌দেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ প‌রিষদ এবং বিভিন্ন বাম ছাত্র সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। কালো পতাকা মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়ে বুয়েটে আসে। সেখান থেকে কেন্দ্রীয় শহীদ মিনার ঘুরে রাজু ভাস্কর্যের পাদদেশে গিয়ে শেষ হয়।

টিআর/