ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪,   পৌষ ১১ ১৪৩১

সিরাজগঞ্জে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ০৯:১২ এএম, ১১ অক্টোবর ২০১৯ শুক্রবার

সিরাজগঞ্জের কামারখন্দের বাড়াকান্দিতে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তাকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে ঈশ্বরদী-ঢাকা বাড়াকান্দিতে রেল পথের পাশে ওই ব্যক্তির লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে তাকে পরিকল্পিতভাবে এখানে হত্যার পর লাশ ফেলে রেখে পালিয়েছে সন্ত্রাসীরা।

কামারখন্দ থানার ওসি হাবিবুল ইসলাম জানান, সকালে ঘটনা জানার পর লাশটি উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।