রাজবাড়ীতে জেলেদের মধ্যে চাউল বিতরণ
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত : ০৩:৩৯ পিএম, ১১ অক্টোবর ২০১৯ শুক্রবার
চলতি প্রজনন মৌসুমে ইলিশ মাছ আহরণ নিষিদ্ধের সময়ে (৯-৩০ অক্টোবর) রাজবাড়ী জেলেদের মধ্যে বিশেষ ভিজিএফ কর্মসূচির আওতায় চাউল বিতরণ ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলা প্রশাসন ও মৎস্য দফতরের আয়োজনে গোদার বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ চাউল বিতরণ করা হয়।
এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাঈদুজ্জামান খান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী।
উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সাঈদ আহমেদ এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা মৎস্য কর্মকর্তা মো. মজিনুর রহমান, ট্যাগ অফ্সিার আতাহার আলী, মিজানপুর ইউপিল চেয়ারম্যান আতয়ার রহমান প্রমুখ।
এ সময় মিজানপুর ইউনিয়নের ৪৭১ জন জেলের প্রতিজনকে ২০ কেজি করে চাউল বিতরণ করা হয়। এছাড়া জেলায় প্রায় ৪ হাজারের অধিক জেলের মধ্যে এ বিশেষ বরাদ্দের চাউল বিতরণ করা হচ্ছে।