এবার শিরোপায় চোখ সাকিবদের!
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৪:৫৭ পিএম, ১১ অক্টোবর ২০১৯ শুক্রবার
ফাইনালে যেতে হলে জয়ের বিকল্প নেই -এমন সমীকরণ নিয়ে খেলতে নেমে ত্রিনবাগো নাইট রাইডার্সকে ১২ রানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে বার্বাডোজ ট্রাইডেন্টস। শুক্রবার (১০ অক্টোবর) ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিবিপএল) ফাইনালে ওঠার লড়াইয়ে খুব বেশি চমক দেখাতে পারেননি টাইগার অলরাউণ্ডার সাকিব আল হাসান।
এদিন ব্যাট হাতে ছোট একটা ইনিংস খেললেও বল হাতে পুরো ব্যর্থ হন বাংলাদেশি অধিনায়ক। আগের ম্যাচে চার ওভারে ৪৬ রান খরচায় উইকেটশূন্য থাকা সাকিব ত্রিনবাগোর বিপক্ষেও রান আটকাতে পারেননি। দলের ইনিংসের প্রথম ওভারে বোলিং করতে এসে দেন ১৬ রান।
তারপর ১৩তম ওভারে সাকিবকে আবারও আক্রমণে আনেন বার্বাডোজ অধিনায়ক জেসন হোল্ডার। ওই ওভারে ১১ রান খরচ করায় সাকিবকে পরে আর বোলিংয়েই আনেননি হোল্ডার। অর্থাৎ দুই ওভারে ২৭ রান খরচায় উইকেটশূন্য থাকেন বিশ্বসেরা এ তারকা।
তবে ব্যাট হাতে যতক্ষণ উইকেটে ছিলেন টি-টোয়েন্টি মেজাজেই খেলেছেন সাকিব। ওয়ান ডাউনে নেমে একটি করে চার-ছয়ে ১৮ রান করে ফেরেন সাকিব। টাইগার ক্যাপ্টেন উইকেটে বেশিক্ষণ টিকতে না পারলেও প্রথমে ব্যাটিং করে ১৬০ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে বার্বাডোজ। ইনিংসে কোন ফিফটি না থাকলেও বার্বাডোজের পক্ষে মাঝারি ইনিংস খেলেছেন বেশ কয়েকজন।
সর্বোচ্চ ৩৫ রান আসে জোহান চার্লসের ব্যাট থেকে। শেষ দিকে মাত্র ৯ বলে ২৪ রান করেন অ্যাশলে নার্স। এছাড়া রেইফার ও শাই হোপ ১৮ বল করে খেলে যথাক্রমে ২৪ ও ২৩ রান করেন।
পরে জবাব দিতে নেমে বার্বাডোজের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৯.৩ ওভারে ১৪৮ রানে অলআউট হয়ে যায় পোলার্ডের ত্রিনবাগো। সর্বোচ্চ ৫১ রান করেও দলকে জয়ের বন্দরে পৌঁছে দিতে পারেননি সিক্কুগে প্রসন্ন। দ্বিতীয় সর্বোচ্চ ২৩ রান করেন দলটির অধিনায়ক কাইরন পোলার্ড।
শিরোপা জয়ের চূড়ান্ত লড়াইয়ে আগামী ১৩ অক্টোবর গায়ানা আমাজন ওয়ারিয়র্সের মুখোমুখি হবে সাকিব-হোল্ডারদের বার্বাডোজ। ম্যাচটি দেখা যাবে বাংলাদেশ সময় ১৪ অক্টোবর ভোর ৬টায়।
এনএস/