শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস খুলে দেওয়ার দাবিতে শিক্ষার্থীদের অবস্থান
প্রকাশিত : ১০:০৫ এএম, ২২ ডিসেম্বর ২০১৬ বৃহস্পতিবার | আপডেট: ১০:০৫ এএম, ২২ ডিসেম্বর ২০১৬ বৃহস্পতিবার
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস খুলে দেওয়ার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা বুধবার রাতভর উপাচার্য ভবনের সামনে অবস্থান করেছেন।
এর আগে শাবি’র প্রথম ছাত্রী হল এবং সৈয়দ সিরাজুন্নেছা চৌধুরী হল থেকে শতাধিক শিক্ষার্থী মিছিল নিয়ে আন্দোলনকারীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। উপাচার্য ভবনের বিদ্যুৎ সংযোগও কয়েক দফা বিচ্ছিন্ন করে দেওয়া হলেও রাত ১২টার পর থেকে বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক হয়। উপাচার্য আমিনুল হক ভ্ধূসঢ়;ঁইয়া সকাল সাড়ে ৯টায় জরুরি সিন্ডিকেট সভা আহ্বান করেছেন। তিনি শিক্ষার্থীদের দাবি বিবেচনা করার আশ্বাস দিলেও শিক্ষার্থীরা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেয়। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।