ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১১ ১৪৩১

কালই আঘাত হানবে শক্তিশালী টাইফুন হেগিবিস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪৪ পিএম, ১১ অক্টোবর ২০১৯ শুক্রবার

জাপান উপকূলের দিকে ধেয়ে যাচ্ছে শক্তিশালী টাইফুন হেগিবিস। শনিবার (১২ অক্টোবর) দেশটির সবচেয়ে জনবহুল দ্বীপ হোনশুতে এ টাইফুন আঘাত হানতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। পাঁচ ক্যাটাগরির এই ঘূর্ণিঝড়টির প্রভাবে দেশটির ৬০ বছরের মধ্যে সবচেয়ে ভারী বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। 

শুক্রবার জাপানের আবহাওয়া দপ্তর জানায়, বর্তমানে ১৯০ কিলোমিটার বেগে ধেয়ে আসছে হেগিবিস। এই টাইফুনের কারণে বন্যা এবং ভূমিধসও হতে পারে। এরই মধ্যে দেশটির ১৬০০ ফ্লাইট বাতিল করা হয়েছে।

দেশটিতে বন্ধ হয়ে গেছে অনেক দোকানপাট, কল কারখানা এবং ট্রেন চলাচলও। জাপানে শনিবার অনুষ্ঠেয় রাগবি বিশ্বকাপ এবং ফর্মুলা ওয়ান রেসও এ ঝড়ের কারণে ব্যাহত হচ্ছে।

দেশটির যে সব স্থান টাইফুনের কবলে পড়ার ঝুঁকি আছে সেসব এলাকা থেকে লোকজনকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

১৯৫৮ সালের কানোগাওয়া টাইফুনের পর জাপানে হেগিবিসই সবচেয়ে শক্তিশালী টাইফুন হতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। কানোগাওয়া টাইফুনে জাপানে বারোশ’রও বেশি মানুষ নিহত হয়েছিল।  

জানা গেছে, টাইফুন হেগিবিস এর নামকরণ করা হয়েছে ফিলিপিনো ভাষা তাগালগ (Tagalog) থেকে, যার অর্থ “গতি” (speed)। 

এদিকে টাইফুন হেগিবিসকে "বিশ্বের সবচেয়ে শক্তিশালী ঝড়" হিসাবে আখ্যায়িত করেছে আমেরিকার জাতীয় মহাসাগর ও বায়ুমণ্ডলীয় প্রশাসন (এনওএএ)।

এনএস/