ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১২ ১৪৩১

ছাত্ররাজনীতি না থাকলে স্বৈরতান্ত্রিক প্রক্রিয়া ঘটতে পারে : জয়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৭:২১ পিএম, ১২ অক্টোবর ২০১৯ শনিবার | আপডেট: ০৭:২২ পিএম, ১২ অক্টোবর ২০১৯ শনিবার

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনায় বুয়েট উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলাম নিজ ক্ষমতাবলে বুয়েট ক্যাম্পাসে সব ধরনের সাংগঠনিক রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করেছেন। কেউ গোপনে রাজনীতি করলে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে শাস্তি পেতে হবে বলে উপাচার্য হুঁশিয়ারি উচ্চারণ করেন।

এই ব্যাপারে ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয় বলেন, ছাত্ররাজনীতি না থাকলে সেখানে স্বৈরতান্ত্রিক প্রক্রিয়া ঘটতে পারে। এতে অপশক্তি মাথাচাড়া দিয়ে উঠবে।

শনিবার (১২ অক্টোবর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি এই মন্তব্য করেন।

নাহিয়ান খান জয় বলেন,‘বুয়েট ক্যাম্পাসে স্বাধীনতাবিরোধীরা মাথা চাড়া দিয়ে উঠবে। ছাত্ররাজনীতি বন্ধ করা কোনো সমাধান হতে পারে না।’ এ সময় তিনি বিষয়টি পুনর্বিবেচনার জন্য বুয়েট প্রশাসনকে আহ্বান জানান।

ছাত্রলীগ ভারপ্রাপ্ত সভাপতি বুয়েট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানিয়ে বলেন,‘সমস্যা থাকতে পারে।তবে তার সমাধানের পথ খুঁজে বের করে কাজ করলে ভালো হয়।
কেআই/