নারায়ণগঞ্জ সিটি নির্বাচন গণতন্ত্রের জন্য আশাব্যঞ্জক
প্রকাশিত : ০১:৩৯ পিএম, ২৩ ডিসেম্বর ২০১৬ শুক্রবার | আপডেট: ০১:৩৯ পিএম, ২৩ ডিসেম্বর ২০১৬ শুক্রবার
দলীয় প্রতীকে প্রথমবারের মতো নারায়ণগঞ্জ সিটি নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়ায় খুশি সাধারণ মানুষ। নির্বাচন পর্যবেক্ষকরাও একে আদর্শ নির্বাচন বলছেন। এ নির্বাচন গণতন্ত্রের জন্য আশাব্যঞ্জক বলেও মন্তব্য তাদের।
প্রথমবারের মতো দলীয় প্রতীকে সিটি করপোরেশন নির্বাচন। নানা শঙ্কার পরও শান্তিপূর্ণভাবেই হয়ে গেলো ভোট উৎসব।
ভোটের পুরোটা সময় জুড়ে ছিল নিচ্ছিদ্র নিরাপত্তা আর তারই মাঝে ছিল কেন্দ্রে কেন্দ্রে ভোটারদের ভীড়।
ভোট গ্রহণ থেকে শুরু করে ফল ঘোষণা পর্যন্ত অপ্রীতিকর কোনো কিছুই ঘটেনি। ফল প্রকাশের পরও ছিলো উৎসবের আমেজ।
বর্তমান নির্বাচন কমিশনের অধীনে শেষ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়ায় খুশি সাধারণ মানুষ।
এবারের পুরো নির্বাচনী প্রক্রিয়াকে আদর্শ বলছেন নির্বাচন পর্যবেক্ষকরা।
এ নির্বাচনকে গণতন্ত্রেরই জয় বলছেন সাধারণ মানুষ।