দোহারে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইলিশ ধরায় ১০ জেলে আটক
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৫:৩২ পিএম, ১৩ অক্টোবর ২০১৯ রবিবার
ঢাকার দোহার উপজেলার পদ্মা নদীতে অভিযান চালিয়ে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইলিশ ধরার সময় ১০ জেলেকে আটক করা হয়েছে।এসময় ২০ হাজার মিটার কারেন্ট জাল ও ইলিশ মাছ জব্দ করা হয়।
শনিবার রাতে কোষ্টগার্ড, পুলিশ ও মৎস অফিসের কর্মকর্তাদের সাথে নিয়ে এ অভিযান পরিচালনা করেন দোহার উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র।
রেবাবরার সকালে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে আটককৃত ৮ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড এবং অপ্রাপ্ত বয়স হওয়ায় ২ জনকে দুই হাজার টাকা করে জরিমানা করা হয়। এছাড়া জব্দকৃত কারেন্ট জাল পোড়ানো হয় এবং মাছগুলো বিভিন্ন এতিম খানায় দেয়া হয়েছে।
দোহার উপজেলা সহকারি কমিশনার(ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, ইলিশ রক্ষায় আমরা যুদ্ধ ঘোষনা করেছি। জাতীয় সম্পদ ইলিশ রক্ষায় আগামী ৩০ অক্টোবর পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।
কেআই/