ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪,   পৌষ ১১ ১৪৩১

সিরাজগঞ্জে রাস্তা পার হওয়ার সময় প্রাণ গেল দুইজনের

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১১:৪০ এএম, ১৪ অক্টোবর ২০১৯ সোমবার | আপডেট: ১১:৫১ এএম, ১৪ অক্টোবর ২০১৯ সোমবার

সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। শহরের এমএ মতিন বাসস্ট্যান্ডের পশ্চিম পাশে বাসচাপায় আলতাফ হোসেন (৪০) নামে এক যুবক এবং বেলকুচির চালাতে দ্রুতগামী বালুর ট্রাকচাপায় আবু বকর (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

সোমবার সকালে এসব দুর্ঘটনা ঘটে। নিহত আলতাফ হোসেন সদর উপজেলার চন্ডিদাসগাঁতী গ্রামের আহম্মদ আলীর ছেলে এবং নিহত আবু বকর বেলকুচির চালার শীতল ব্যাপারীর ছেলে। পুলিশ উভয়ের লাশ উদ্ধার করার পাশাপাশি ঘাতক পরিবহনগুলো জব্দ করেছে।

বেলকুচি থানার ওসি আনোয়ারুল ইসলাম ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকালে এনায়েতপুর-সিরাজগঞ্জ সড়কের চালা তেল পাম্পের কাছে দ্রুতগামী একটি বালুর ট্রাক রাস্তার পার হওয়ার সময় বৃদ্ধ আবু বকরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘাতক ট্রাকটি জব্দ ও নিহতের লাশ উদ্ধার করে।

একই সময় আরেক ঘটনায় সিরাজগঞ্জ শহরের রাস্তা পাড় হওয়ার সময় বাস চাপায় আলতাফ হোসেন নামে আরেক ব্যক্তি নিহত হয়েছেন।