জাহাঙ্গীরনগর রোটারি ক্লাবের অভিষেক অনুষ্ঠিত
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১২:৪৬ পিএম, ১৪ অক্টোবর ২০১৯ সোমবার
রোটারিয়ানরা নিজের কষ্টার্জিত অর্থ দান করছেন সমাজসেবায়। প্রকৃতপক্ষে তারা সমাজে মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছেন। শনিবার ঢাকায় জাহাঙ্গীরনগর রোটারি ক্লাবের অভিষেক অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন।
রোটারির সেবামূলক কর্মকাণ্ড সম্পর্কে তারা বলেন, ঢাকায় রোটারি প্রথম যাত্রীছাউনি নির্মাণ করে প্রেস ক্লাবের সামনে। যা পরবর্তীকালে অন্যরা অনুসরণ করে। পোলিও নির্মূলে রোটারি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি সাইফুল আলম, রোটারির গভর্নর এম খায়রুল আলম, গভর্নর (নির্বাচিত) রুবাইয়াত হোসেন, গভর্নর (নমিনি) মুতাসিম বিল্লাহ ফারুকী, ড. ফারহানা আহমেদ, সভাপতি এসএম ফারুক, ইশতিয়াক আহমেদ চৌধুরী, মো. নুরুল আমিন, সেক্রেটারি নাজনীন আরা নাজু প্রমুখ।