ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১১ ১৪৩১

উত্তপ্ত হতে শুরু করেছে সিরিয়া পরিস্থিতি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৩:৩৬ পিএম, ১৪ অক্টোবর ২০১৯ সোমবার

সিরিয়ার উত্তরাঞ্চলে পিস স্প্রিং অপারেশন নামের যে অভিযান শুরু করেছে তুরস্ক, তার বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে উঠেছে। কুর্দিরা জানিয়েছে, দেশটির উত্তর সীমান্তে আরো সেনা পাঠাচ্ছে সিরিয়া সরকার।

কুর্দি রাজনীতিকসহ অন্তত ৯ জনকে গুলি করে হত্যা করেছে তুর্কিপন্থীরা। অন্যদিকে, পশ্চিমা শক্তির হুমকির পরেও অভিযান চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান।

রোববার তিনি বলেন, তার বাহিনী ১০৯ বর্গকিলোমিটার এলাকা দখল করে নিয়েছে, যার মধ্যে ২১টি গ্রামও রয়েছে।

এরদোগান বলেন, অন্যতম প্রধান সীমান্তবর্তী অঞ্চল রাস আল-আইন তুরস্কের নিয়ন্ত্রণে এসেছে। যদিও এসডিএফ বলেছে, তারা তুরস্কের সেনাদের শহরের বাইরে হটিয়ে দিয়েছে।

এর আগে, কুর্দি নিয়ন্ত্রিত সীমান্তবর্তী শহরে বেশ কয়েকজনকে তুরস্কপন্থীকে গুলি করে হত্যা করা হয়েছে বলে দাবি করছে মানবাধিকার পর্যবেক্ষণকারী সংস্থা। তাদের দাবি, নিহতদের গাড়িতে করে তুলে নিয়ে হত্যা করা হয়।

এদিকে, এরদোগান বলেছেন, কুর্দি যোদ্ধাদের বিরুদ্ধে সিরিয়ায় তুর্কি সামরিক অভিযান বন্ধ হবে না। জানান, অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও অস্ত্র বিক্রি বাতিলে পশ্চিমা পরাশক্তিদের হুমকিতে তুরস্ক ভীত নয়।