ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১২ ১৪৩১

বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সক্ষমতা বৃদ্ধি শীর্ষক কর্মশালা শুরু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৬:২৫ পিএম, ১৪ অক্টোবর ২০১৯ সোমবার

কুমিল্লায় এসডিজি অর্জনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণের সক্ষমতা বৃদ্ধি শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা আজ থেকে শুরু হয়েছে। বার্ড, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) এবং সুইডিস ইউনিভার্সিটি অব এগ্রিকালচার সাইন্স-এ কর্মশালার আয়োজন করে।
 
সোমবার(১৪ অক্টোবর) সকালে বার্ডের লালমাই অডিটোরিয়ামে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের (এসডিজি) মুখ্য সমন্বয়ক মো. আবুল কালাম আজাদ।

বার্ডের মহাপরিচালক নাসরিন আক্তার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিনিয়র সচিব ড. শামছুল আলম, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. নাজমুল আহসান কলিমুল্লাহ, কুমিল্লা জেলা প্রশাসক আবুল ফজল মীর ও পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম।

৫দিন ব্যাপী অনুষ্ঠিত প্রশিক্ষণ কোর্সে দুটি ব্যাচে ৩৩টি বিশ্ববিদ্যালয়ের ৫৩টি বিভাগের ৬০ জন শিক্ষক অংশগ্রহণ করেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এসডিজির লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
আই/কেআই