শতাআমেকে হামলা-ভাঙচুর, আরএমও লাঞ্ছিত
গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত : ০৫:২৬ পিএম, ১৫ অক্টোবর ২০১৯ মঙ্গলবার
গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ (শতাআমেক) হাসপাতালের আবাসিক চিকিৎসক কর্মকর্তা (আরএমও) ডা. প্রণয় ভূষণ দাস-এর ওপর হামলা চালিয়ে তাকে মারধর ও লাঞ্ছিত করা হয়েছে। এ সময় ভাঙচুর করা হয় হাসপাতালে আসবাবপত্র ও ফুলের টপ। মঙ্গলবার দুপুরের এ ঘটনায় ৩ জনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, দুপুরে ২০-২৫ জনের একদল যুবক আরএমও প্রণয় ভূষণ দাসের অফিসে হামলা চালিয়ে তাকে কিল-ঘুষি দিয়ে আহত করে এবং টানা-হেঁচড়া করে পরনের শার্ট ছিড়ে ফেলে। এসময় তার চেয়ার-টেবিলও ভাঙচুর করা হয়।
জানা যায়, সড়ক দুর্ঘটনায় নিহত খেলোয়াড় সজীব সরকারের মরদেহের ময়নাতদন্ত করতে দেরি হওয়ার বিষয় তুলে ধরে যুবকরা এ হামলা চালায়।
এ সময় হাসপাতালের কর্তব্যরত আনসার সদস্যরা ঘটনাস্থল থেকে শান্ত, রেহান ও অন্তর নামের তিন যুবককে আটক করে। পরে তাদের সদর থানা পুলিশে সোপর্দ করা হয়।
এনএস/