যাত্রীবোঝাই ভারতীয় বিমান আটক করলো পাকিস্তান!
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৭:৪০ পিএম, ১৭ অক্টোবর ২০১৯ বৃহস্পতিবার | আপডেট: ০৮:০০ পিএম, ১৭ অক্টোবর ২০১৯ বৃহস্পতিবার
ভারতের নয়াদিল্লি থেকে কাবুলহামী একটি যাত্রীবোঝাই স্পাইসজেটকে আটকে দিয়েছিল পাকিস্তানি এয়ার ফোর্স ফাইটার জেট। গত মাসের ২৩ তারিখে এ ঘটনা ঘটে।
সেই স্পাইসজেট এয়ারক্র্যাফটে যাত্রী ছিলেন ১২০ জন। ডিরেক্টোরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশেন এই কথা জানিয়েছেন। খবর এই সময়ের
জানা যায়, f16 দিয়ে ভারতীয় যাত্রীবাহী ওই বিমানকে আটকানোর চেষ্টা করেছিল পাকিস্তান এয়ারফোর্স। ডিজিসিএ-এর কর্মকর্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে যে, বোয়িং ৭৩৭ পাকিস্তানের এয়ারস্পেসে ঢুকে পড়ার সময়ে কল সাইন নিয়ে একটি ধন্দ্ব ছিল। আর তারপরেই এয়ারক্র্যাফটের উচ্চতা আরও নীচে নামিয়ে নিতে বলা হয়।
সূত্রের আরও খবর, ওই এয়ারক্র্যাফটের পাইলটরা পাকিস্তানের পাইলটদের সঙ্গে যোগাযোগও করে নিজেদের কমার্শিয়াল এয়ারলাইনার বলে।
তারপরই স্পাইসজেটের এয়ারক্র্যাফ্টটিকে আফগান এয়ারস্পেসে ঢুকে না পড়া অবধি যেতে দেওয়ার অনুমতি দেওয়া হয়। এছাড়া এই নিয়ে আর কোনও মন্তব্য করা হয়নি ডিজিসিএ কর্মকর্তাদের তরফে। এমনকী স্পাইসজেটের কাছ থেকেও এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি।
এসি