ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫,   মাঘ ২ ১৪৩১

সিএনজিকে দুমড়েমুচড়ে দিলো ট্রাক, শিশুসহ হতাহত ৬

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত : ১০:২২ পিএম, ১৭ অক্টোবর ২০১৯ বৃহস্পতিবার

হাসপাতালে দুর্ঘটনায় নিহত নারী

হাসপাতালে দুর্ঘটনায় নিহত নারী

মৌলভীবাজারের কুলাউড়ায় সিএনজি চালিত একটি অটোরিকশাকে সামনে থেকে চাপা দিয়ে দুমড়ে মুচড়ে দিয়েছে একটা ভারী ট্রাক। এতে অটোরিকশায় থাকা শিশু ও নারীসহ ২ জনের প্রাণহানী হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার পুসাইনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় কুলাউড়ার পুসাইনগর এলাকায় বালু ভর্তি মিনি ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হলে দুমড়ে মুচড়ে যায় সিএনজিটি। এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় স্বর্ণালী পাল নামের এক শিশু। 

পরে স্থানীয় এলাকাবাসী ও ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠালে শামিমা বেগম নামের এক নারী মারা যান। পরে গুরুত্বর আহত অটোরিকশা চালক ও যাত্রীসহ ৪ জনকে উন্নত চিকিৎসার জন্য আড়াইশ শয্যা বিশিষ্ট সিলেট এম এ জি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 

এনএস/