ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

পেছাল এল ক্লাসিকো

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০২:০৮ পিএম, ১৮ অক্টোবর ২০১৯ শুক্রবার | আপডেট: ০২:১২ পিএম, ১৮ অক্টোবর ২০১৯ শুক্রবার

রাজনৈতিক অস্থিতিশীলতার জন্য লা লিগায় মৌসুমের প্রথম এল ক্লাসিকো ম্যাচ পিছিয়ে ডিসেম্বরে আয়োজন করতে চায় স্প্যানিশ ফুটবল ফেডারেশন। এতে রাজি হয়েছে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা।

কাতালোনিয়ায় স্বাধীনতাকামী ৯ নেতার কারাদণ্ড হওয়ায় বার্সেলোনায় বিক্ষোভ ভয়াবহ রূপ নিয়েছে। নিরাপত্তা শঙ্কায় তাই মৌসুমের প্রথম এল ক্লাসিকো স্থগিত করা হয়েছে।

লা লিগায় আগামী ২৬ অক্টোবর ন্যু ক্যাম্পে বার্সেলোনার মুখোমুখি হওয়ার কথা ছিল রিয়াল মাদ্রিদের। এমন পরিস্থিতিতে ম্যাচ আয়োজনে বিকল্প পরিকল্পনা ছিল লা লিগা কামিটির। ম্যাচটির ভেন্যু সান্তিয়াগো বার্নাব্যুতে নিতে চেয়েছিল তারা। এতে আপত্তি জানায় দুই দলই। তাতে সাড়া দিয়ে দিয়ে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন প্রথম এল ক্লাসিকে পেছানোর প্রস্তাব দেয়। দুই ক্লাব ও লা লিগা এতে রাজি হয়েছে। প্রাথমিকভাবে ১৮ ডিসেম্বর ম্যাচটি হওয়ার কথা রয়েছে।