শেখ রাসেলের ৫৫তম জন্মবার্ষিকী
সুনামগঞ্জে আবৃত্তি ও চিত্রাংঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত
সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত : ০৩:৪৩ পিএম, ১৮ অক্টোবর ২০১৯ শুক্রবার
জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৫তম জন্মবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে শিশুদের মধ্যে আবৃত্তি ও চিত্রাংঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দুপুর ১২টায় সুনামগঞ্জ জেলা শিশু একাডেমির উদ্যোগে শহরের শহীদ আবুল হোসেন মিলনায়তনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদের সভাপতিত্বে ও এম এ আরমানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন, অতিরিক্ত পুলিশ সুপার মো. জয়নাল আবেদীন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি এড. শফিকুল আলম, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মণ প্রমুখ।
বক্তারা বলেন, ১৯৭৫ এর ১৫ আগস্ট ঘাতকরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার কনিষ্ঠ ছেলে শেখ রাসেলকেও হত্যা করেছিল। আজ বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ক্ষমতায় এসে ওেই সমস্ত ঘাতকদের বিচারের রায় কার্যকর করে জাতিকে কলংঙ্কমুক্ত করলেও এখনও বিদেশে পালিয়ে থাকা ঘাতকদের দ্রুত সময়ের মধ্যে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকরের দাবি জানান। পরে সভা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।