ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪,   পৌষ ৮ ১৪৩১

পটুয়াখালীতে বিদ্যুৎপৃষ্ট হয়ে বিদ্যুতের লাইনম্যানের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০৯ এএম, ১৯ অক্টোবর ২০১৯ শনিবার

পটুয়াখালীর বাউফলে বিদুৎপৃষ্ঠ হয়ে পল্লী বিদুতের এক লাইনম্যানের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার দাসপাড়া ইউনিয়নের খেজুরবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। 

জানা যায়, একজন গ্রাহককে বিদুৎ সংযোগ দিতে আসেন পল্লী বিদ্যুতের লাইনম্যান আসিকুর রহমান (২৫)। কাজ শুরু করলে বিদ্যুতায়িত হয়ে তিনি খুঁটি থেকে পড়ে যান। পুন:রায় খুঁটিতে উঠলে আবারও বিদ্যুতায়িত হয়ে নিচে পড়ে গেলে সহকর্মী মো. রফিক তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

নিহত আসিকুরের বাড়ি রংপুরের মিঠাপুকুর উপজেলার সঠিবাড়ি এলাকায়। তার স্ত্রী আশা বেগম ৪ মাসের সন্তান সম্ভবা বলে জানা যায়। 

পল্লী বিদ্যুতের বাউফল জোনাল অফিসের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) একেএম আজাদ বলেন, ‘এ ঘটনায় তদন্ত টিম গঠন করা হয়েছে। তদন্তে নিহতের কারণ জানা যাবে।’

এমএস/এসি