ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৭ ১৪৩২

চট্টগ্রামে নিজ বাড়িতে বাবা-মেয়ের গলাকাটা লাশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০২:৪৬ পিএম, ১৯ অক্টোবর ২০১৯ শনিবার

চট্টগ্রামে নিমতলার বুচুইক্যা কলোনিতে নিজ বাসা থেকে বাবা ও মেয়ের গলাকাটা মৃতদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে তিনতলার ভবনের নিচতলা থেকে তাদের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। 

নিহতরা হলেন- মো. আরিফ (৩২) ও তার বিবি ফাতেমা (৪)। বুচুইক্যা কলোনির একটি ভবনের নিচতলার একটি বাসায় পেশায় দিনমজুর আরিফ পরিবার নিয়ে থাকতেন। দুজনের গলায় ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। হত্যার কারণ জানাতে পারেনি পুলিশ।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী জানান, শনিবার স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে তাদের গলাকাটা মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মো. আরিফের মৃতদেহ মেঝেতে আর মেয়ের মৃতদেহ খাটের উপর ছিল। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

এমএস/