মুক্তিযুদ্ধের উপর ১০০ নম্বর থাকবে বিসিএসে!
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত : ১০:৩২ পিএম, ১৯ অক্টোবর ২০১৯ শনিবার
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, আগামীতে বিসিএস পরীক্ষার্থীদের মেধা যাচাইয়ের জন্য মুক্তিযুদ্ধের উপর ১০০ নম্বরের প্রশ্নপত্র রাখা হবে। একইভাবে পাঠ্যসূচী সংশোধন করে মুক্তিযুদ্ধের ইতিহাস ও চেতনা ভিত্তিক রচনা সংযোজন করা হবে। যাতে নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধ সম্পর্কে সম্যক ধারণা পেতে পারে।
শনিবার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নবনির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এর তত্বাবধানে প্রকল্পটি বাস্তবায়নে প্রায় তিন কোটি টাকা ব্যয় হয়েছে।
জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আলী, সাবেক এমপি আবদুল্লাহ আল কায়সার, আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও সরকারি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এসময় মুক্তিযোদ্ধাদের কল্যাণে গৃহীত বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, সরকার আপনাদের পরবর্তী প্রজন্মের জন্যও কাজ করছেন। কাজেই আপনাদের সন্তানদেরও মুক্তিযুদ্ধের আদর্শে গড়ে তুলতে হবে।
এমএস/