ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫,   পৌষ ২৭ ১৪৩১

ভাষাসংগ্রামী অলি আহাদের মৃত্যুবার্ষিকী আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫২ এএম, ২০ অক্টোবর ২০১৯ রবিবার

ভাষাসংগ্রামী অলি আহাদের সপ্তম মৃত্যুবার্ষিকী আজ। ২০১২ সালের আজকের এই দিনে তিনি ইন্তেকাল করেন।

তিনি ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ইসলামপুরে ১৯২৮ সালে জন্মগ্রহণ করেন। ভাষা আন্দোলনে জড়িত থাকার কারণে ১৯৪৮ সালের ২৯ মার্চ তৎকালীন সরকার তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে চার বছরের জন্য বহিস্কার করে। ১৯৪৮ সালে পূর্ব পাকিস্তান ছাত্রলীগের অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন অলি আহাদ। ১৯৫০ সালে পূর্ব পাকিস্তান যুবলীগের সাধারণ সম্পাদক হন অলি আহাদ। ১৯৫২ সালের ঐতিহাসিক  ২১ ফেব্রুয়ারির গণঅভ্যুত্থানেরও মহানায়ক অলি আহাদ। ১৯৫৩ সালে আওয়ামী লীগে যোগদান করেন তিনি।

রাজনৈতিক জীবনের শেষ দিকে তিনি ডেমোক্রেটিক লীগ নামে একটি দল গঠন করেন। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ২০০৪ সালে স্বাধীনতা পদকে ভূষিত হন।

তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি পালন করবে।

অলি আহাদের মেয়ে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা এমপি জানান, তার বাবার মৃত্যুদিবসে ব্রাহ্মণবাড়িয়ার নিজ এলাকায় দোয়া মাহফিলসহ বিভিন্ন মসজিদ-মাদ্রাসায় মিলাদ ও এতিমদের মধ্যে খাবার বিতরণ করা হবে। এ ছাড়া রাজধানী ঢাকার বিভিন্ন মসজিদ ও মাদ্রাসায় দোয়া-মিলাদের আয়োজন করা হয়েছে।
এসএ/