ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

শেখ হাসিনা ফুটবল টুর্নামেন্ট’র ২য় খেলায় লাবসার জয়

কলারোয়া (সাতক্ষীরা) সংবাদদাতা

প্রকাশিত : ০৩:১৩ পিএম, ২০ অক্টোবর ২০১৯ রবিবার

সাতক্ষীরার কলারোয়ার কেঁড়াগাছিতে ১৬ দলীয় ‘দেশরত্ন শেখ হাসিনা ফুটবল টুর্নামেন্টের’ প্রথম রাউন্ডের ২য় খেলায় ১-০ গোলে স্বাগতিক সোনামাটি যুব সংঘকে হারিয়ে সাতক্ষীরার লাবসা পল্লী মঙ্গল ক্লাব জয়লাভ করেছে।

শনিবার বিকালে স্থানীয় কেঁড়াগাছি হাইস্কুল মাঠে মেম্বর মহিদুল ইসলামের সহযোগিতায় ও সোনামাটি যুব সংঘ আয়োজিত ওই খেলার প্রথমার্ধে কোনও দলই গোলের দেখা মেলেনি।

বিরতির পরে মুহুর্মুহু আক্রমণের মধ্যে দ্বিতীয়ার্ধের ১২ মিনিটের সময় কেঁড়াগাছির ৮ নম্বর জার্সিধারী খেলোয়াড় চঞ্চলের আত্মঘাতী গোলে এগিয়ে যায় অতিথি দল লাবসা। রেফারির শেষ বাঁশি বাজার পর্যন্ত নিজেরা গোল না করেও ১-০ গোলে জয়লাভ করে লাবসা পল্লীমঙ্গল ক্লাবের খেলোয়াড়রা।

রেফারির দায়িত্ব পালন করেন মিয়া ফারুক হোসেন স্বপন। তাকে সহযোগিতা করেন মাসউদ পারভেজ মিলন ও আবু সাঈদ। ধারাভাষ্যে ছিলেন ছিলেন তৌহিদ। বহু দর্শকের পাশাপাশি খেলাটি উপভোগ করেন রেফারি আনোয়ার হোসেন, রাশেদুজ্জামান রাশেদ, ফুটবলার রুহুল আমিন, মোশারাফ হোসেন, হাফিজুর রহমান হাফিজ, কলারোয়া নিউজের ক্রীড়া রিপোর্টার হাবিবুর রহমান রনি, সাংবাদিক অহিদুজ্জামান খোকা, ক্রীড়াপ্রেমি গৌতম কুমার, আলফাজ হোসেন, ডাক্তার মিজানুর রহমান, টুর্নামেন্ট কমিটির সভাপতি মীর শওকত আলি, প্রমুখ।

আজ রোববার একই মাঠে প্রথম রাউন্ডের ৩য় খেলায় চুপড়িয়ার আপন ফুটবল একাদশ ও কলারোয়া ফুটবল একাডেমি পরস্পর মোকাবেলা করার কথা রয়েছে বলে আয়োজক কমিটি জানিয়েছে।