ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

‘গণতন্ত্রকে খুন করেছে মমতা’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৪:৪৯ পিএম, ২০ অক্টোবর ২০১৯ রবিবার

রাজ্যপালের নিরাপত্তা প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন বিজেপি নেতা মুকুল রায়। নদিয়ার একটি অনুষ্ঠানে গিয়ে মুকুল রায় বলেন, মমতার শাসনে রাজ্যে কোনও মানুষেরই নিরাপত্তা নেই। এমন কী রাজ্যপালেরও নিরাপত্তা নেই। বংলার গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে। এখন প্রশ্ন উঠে পড়েছে আদৌ এ রাজ্যে গণতন্ত্র বলবৎ থাকবে তো! 

রাজ্যপালকে পর্যন্ত কেন্দ্রীয় নিরাপত্তা দিতে হচ্ছে মুকুল বলেন, রাজ্যে নিরাপত্তার এমনই হাল-হকিকৎ রাজ্যপালকে পর্যন্ত কেন্দ্রীয় নিরাপত্তা দিতে হচ্ছে। পঞ্চায়েত নির্বাচনে রাজ্যে ৮৯ জন বিজেপি নেতা-কর্মী খুন হয়েছেন। লোকসভা নির্বাচনের পর থেকে খুন হয়েছে ৩৫ জন।  বাংলায় তাই প্রশ্ন উঠেছে আইনশৃঙ্খলা নিয়ে। 

মুকুল রায় বলেন, বাংলায় প্রতি কোণে কোণে এখন প্রশ্ন উঠছে মুকুলের কথায়, বাংলায় প্রতি কোণে কোণে এখন প্রশ্ন উঠছে, রাজ্যে লোকতন্ত্র থাকবে তো! মমতা বন্দ্যোপাধ্যায় একটা সময় বলেছিলেন রাজ্যে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য পরিবর্তন দরকার। তারপর পরিবর্তন এসেছিল, কিন্তু গণতন্ত্র প্রতিষ্ঠা হয়নি। তাই আমরা প্রকৃত পরিবর্তনের ডাক দিয়েছি। এবার পরিবর্তনে গণতন্ত্র প্রতিষ্ঠা হবেই।

গণতন্ত্রের পক্ষে বড় বিপদ মমতা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতেই খুন হচ্ছে গণতন্ত্র। তাই রাজ্যের সাংবিধানিক প্রধান রাজ্যপালকে নিরাপত্তা দিতে হচ্ছে কেন্দ্রীয় সরকারকে। এটা গণতন্ত্রের পক্ষে বড় বিপদ। কেন্দ্রীয় সরকার এখন মনে করছে, রাজ্যপালে নিরাপত্তার ভার রাজ্য সরকারের হাতে দেওয়া উচিত নয়। রাজ্য সরকারের হাতে থাকা নিরাপদ নয়।

সূত্র: এনডিটিভি

টিআর/