ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১২ ১৪৩১

সপ্তাহের শুরুতে পুঁজিবাজারে বেড়েছে সূচক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৫:৩১ পিএম, ২০ অক্টোবর ২০১৯ রবিবার

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২০ অক্টোবর) সূচক বেড়ে শেষ হয়েছে লেনদেন কার্যক্রম। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ১১ পয়েন্ট এবং সিএসইএক্স বেড়েছে ২৩ পয়েন্ট।

রোববার ডিএসইতে লেনদেন হয়েছে ৩১২ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩১৩ কোটি ১৪ লাখ টাকা। অন্যদিকে সিএসইতে লেনদেন হয়েছে ৫১ কোটি ৬০ লাখ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ১৮ কোটি ৫৫ লাখ টাকা। ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এসব তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে জানা যায়, ব্যাংক খাতের কোম্পানিগুলোর কল্যাণে পতনের ধারা কাটিয়ে দেশের উভয় শেয়ারবাজারে মূল্য সূচকের ঊর্ধ্বমুখিতার দেখা মিলেছে। তবে ডিএসইতে কমেছে লেনদেনের পরিমাণ। অন্যদিকে সিএসইতে লেনদেন বেড়েছে।

বিনিয়োগকারীদের আস্থা সংকটে দীর্ঘদিন ধরেই শেয়ারবাজারে মন্দা প্রবণতা বিরাজ করছে। তবে সাম্প্রতিক সময়ে তারল্য সঙ্কট প্রকট হয়ে ওঠে। এ অবস্থা থেকে শেয়ারবাজারে গতি ফেরাতে বেশকিছু ইতিবাচক পদক্ষেপ নেয়া হয়েছে।

শেয়ারবাজারে তারল্য বাড়াতে রাষ্ট্রায়ত্ত বিনিয়োগকারী প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) বিনিয়োগ বাড়িয়েছে। বন্ড বিক্রি করে সোনালী ব্যাংক থেকে পাওয়া ২০০ কোটি টাকা শেয়ারবাজারে বিনিয়োগ করছে প্রতিষ্ঠানটি।

এর পাশাপাশি শেয়ারবাজারে বিনিয়োগের জন্য বাংলাদেশ ব্যাংক এবং সরকারি ৫টি প্রতিষ্ঠানের কাছে ২ হাজার কোটি টাকা চেয়েছে আইসিবি। এ টাকা পেলেও তার পুরোটা শেয়ারবাজারে বিনিয়োগ করা হবে। এছাড়া ইউনিট ফান্ডের মাধ্যমে আইসিবিকে তহবিল সংগ্রহের সুযোগ দিতে চাচ্ছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

গতি ফেরাতে এ ধরনের পদক্ষেপ নেয়া হলেও শেয়ারবাজার গতি ফিরছে না। গত সপ্তাহের পাঁচ কার্যদিবসের মধ্যে চার কার্যদিবসেই পতনের মধ্যে থেকেছে দেশের শেয়ারবাজার। তবে আজ রোববার লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমলেও বেড়েছে মূল্য সূচক।

ডিএসই
এদিন ডিএসইতে লেনদেনের শুরুতে সূচক কমে। লেনদেনের শুরু হয় সকাল সাড়ে ১০টায়, শুরুতেই সূচক বেড়ে যায়। প্রথম ৫ মিনিটেই ডিএসইএক্স সূচক কমে ১০ পয়েন্ট। এরপর থেকে সূচক কিছুটা বাড়তে থাকে। সকাল ১০টা ৪০ মিনিটে সূচক ১ পয়েন্ট বাড়ে। সকাল ১০টা ৪৫ মিনিটে সূচক ২ পয়েন্ট বাড়ে। এরপর থেকে সূচক আবার নেতিবাচক হতে থাকে। সকাল ১০টা ৫০ মিনিটে সূচক ৩ পয়েন্ট কমে। সকাল ১০টা ৫৫ মিনিটে সূচক ৬ পয়েন্ট কমে। বেলা ১১টায় ডিএসইএক্স সূচক ১১ পয়েন্ট কমে। তবে বেলা সাড়ে ১১টায় সূচক আবার ৩ পয়েন্ট বাড়ে। দুপুর ১২টায় সূচক ৩ পয়েন্ট বাড়ে। দুপুর ১টায় ডিএসইএক্স সূচক ২৪ পয়েন্ট বাড়ে। দুপুর ২টায় সূচক ১০ পয়েন্ট বাড়ে এবং দুপুর আড়াইটায় লেনদেন শেষে ডিএসইএক্স সূচক ১১ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৭৮২ পয়েন্টে অবস্থান করে।

অন্যদিকে, ডিএসই-৩০ সূচক ৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৬৮৫ পয়েন্টে এবং ডিএসই শরিয়াহ সূচক ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৯৯ পয়েন্টে। এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৩১২ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ১২৯টির, কমেছে ১৮০টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৩টি কোম্পানির শেয়ারের দাম।

রোববার দাম বৃদ্ধির ভিত্তিতে ডিএসইর শীর্ষ দশ কোম্পানির তালিকায় আছে- ন্যাশনাল টিউবস, স্ট্যান্ডার্ড সিরামিকস, মুন্নু স্টাফলারস, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, সামিট পাওয়ার, সোনারবাংলা ইন্স্যুরেন্স, অগ্রণী ইন্স্যুরেন্স, সিলকো ফার্মা, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স এবং ইউনাইটেড পাওয়ার।

সিএসই
অন্যদিকে, লেনদেন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএসইএক্স ২৩ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৮৪০ পয়েন্টে অবস্থান করছে। সিএসই-৩০ সূচক ৫ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৮৪৩ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ৩৪ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৫৪২ পয়েন্টে অবস্থান করে। সিএসইতে লেনদেন হয়েছে ৫১ কোটি ৬০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

এদিন দাম বাড়ার ভিত্তিতে সিএসইর শীর্ষ কোম্পানিগুলো হলো- মালেক স্পিনিং, আইসিবি ইপিএম এফওয়ান, ইনফরমেশন সার্ভিস লিমিটেড, জিবিবি পাওয়অর, সানলাইফ ইন্স্যুরেন্স, ফার্স্ট ফাইন্যান্স, ফারইস্ট নিটিং, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, সিয়াম টেক্সটাইল এবং গোল্ডেন সন।

আরকে//