জনপ্রিয় বিরোধী নেতার অভাবেই জয়ী মোদী: নোবেলজয়ী অভিজিৎ
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৫:৩৮ পিএম, ২০ অক্টোবর ২০১৯ রবিবার | আপডেট: ০৫:৪১ পিএম, ২০ অক্টোবর ২০১৯ রবিবার
নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়কে বিজেপির কেন্দ্রীয় ও রাজ্য নেতাদের ক্রমাগত আক্রমণের মুখে পড়তে হচ্ছে। তবে তাতে নিজের মনের কথা প্রকাশ করতে দ্বিধাবোধ করছেন না অভিজিৎ। এবার নরেন্দ্র মোদীকে নিয়েও মুখ খুললেন নোবেলজয়ী। খবর এই সময়ের
মোদীর দ্বিতীয়বার ক্ষমতায় আসা নিয়েও অভিজিৎ স্পষ্টতই বলেন, 'আমার মনে হয়, যে কোনও সরকার ১০০ টা জিনিস করে, আর মানুষকে তার প্রেক্ষিতেই ভোট দিতে হয়। মানুষ নরেন্দ্র মোদীকে ভোট দিয়েছেন কারণ আর কোনও জনপ্রিয় নেতা ভোটারদের কাছে ছিলেন না। আর কোনও নেতা ভোটের যোগ্য ছিলেন না মানুষের কাছে।'
একটি বেসরকারি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দেন, সরকারী নীতির ফলে নির্বাচনী জয় হয়, এমন তত্ত্ব মানতে নারাজ তিনি। তবে নরেন্দ্র মোদীর জনপ্রিয়তার কৃতিত্ব যে তাঁকে দিতেই হবে, তাও নিঃসঙ্কোচে বলেছেন নোবেলজয়ী। সেইসঙ্গে জানিয়েছেন, মোদীর জয় মানেই এটা ঠিক নয় যে, তাঁর নেওয়া সমস্ত সিদ্ধান্তই সঠিক।
বিগত লোকসভা নির্বাচনে কংগ্রেসের প্রস্তাবিত 'ন্যায়' প্রকল্পের অন্যতম রূপকার ছিলেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। তবে সেই প্রসঙ্গে তিনি বলেন, 'ন্যায় মূলত একটি ভাবধারা। ন্যায়তে শুধুমাত্র স্কিম ডিজাইন আমি করেছি।'
তবে কংগ্রেসের সমালোচনাতেও পিছপা হননি তিনি। বলেছেন, 'দেশে বিরোধী হিসাবে কংগ্রেস অনেকটাই ক্ষীণ।' তবে মূল আশঙ্কার বিষয়টা এখানেই তা স্মরণ করিয়ে দিয়েছেন নোবেলজয়ী। বলেছেন, 'জোরাল বিরোধী শক্তি এই মুহূর্তে দেশে প্রয়োজন। নাহলে গণতন্ত্রের জন্য তা ভালো হবে না।'
তবে অমর্ত্য সেনের পর নোবেলজয়ী বাঙালি অর্থনীতিবিদ অভিজিত্ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে নোংরা খেলায় মেতেছে বিজেপি। অভিজিত্ বাঙালি না মারাঠি, সেই বিষয়ে অকারণ প্রশ্ন তুললেন ত্রিপুরার রাজ্যপাল তথাগত রায়। অন্যদিকে অভিজিত্ বন্দ্যোপাধ্যায়ের বুদ্ধিশুদ্ধি নিয়েই প্রশ্ন তুলে ফেললেন কেন্দ্রীয় রেল ও বাণিজ্যমন্ত্রী পীযুশ গয়াল।
তথাগত রায় ট্যুইট করে অভিজিত্ জন্ম কলকাতায় না মহারাষ্ট্রে সেই প্রশ্ন করেন। পাশাপাশি অভিজিত্ কেন নামের মাঝে বিনায়ক ব্যবহার করেন, সেই প্রশ্নও করেন তিনি। তবে অভিজিতের প্রশ্ন মোটেও ভালো ভাবে নেননি নেটিজেনরা। নোবেলজয়ী অর্থনীতিবিদকে নিয়ে প্রশ্ন তোলায় অনেক ব্যাঙ্গের মুখে পড়তে হয় তাঁকে।
কেন্দ্রীয় বাণিজ্য ও রেলমন্ত্রী পীযুশ গয়াল আরও একধাপ এগিয়ে সোজা অভিজিতের বুদ্ধিশুদ্ধি নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, 'অভিজিত্ কংগ্রেসের ন্যায় প্রকল্পের অনেক গুণগান করেছিলেন। কিন্তু দেশবাসী সেই ন্যায় প্রকল্পকে ছুড়ে ফেলে দিয়েছে। এর থেকেই বোঝা যায় অভিজিতের বোধবুদ্ধি কোন স্তরের।'
এসি