ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

কলারোয়ায় প্রতারণার দায়ে হোমিও চিকিৎসক গ্রেফতার

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি 

প্রকাশিত : ০৭:২৩ পিএম, ২০ অক্টোবর ২০১৯ রবিবার

সাতক্ষীরার কলারোয়ায় থানা পুলিশ অভিযান চালিয়ে মোমতাজুল ইসলাম খান (৪৮) নামে এক হোমিও চিকিৎসককে আটক করেছে। সে উপজেলার গোয়ালচাতর গ্রামের মৃত ফজলুল হক খান ওরফে হযরত ডাক্তারের ছেলে। রোববার সকালে তাকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেন কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর-উল-গীয়াস।

তিনি জানান, আটককৃত মোমতাজুল ইসলাম খানের বিরুদ্ধে সাতক্ষীরা আদালতে এসটিসি-৪৭১/১৯ ও সিআর-১৫/১৯ মামলায় এনআই এ্যাক্টের ১৩৮ ধারা মতে আদালত গ্রেফতারি পরোয়ানা জারিসহ আদালত তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও সমপরিমাণ জরিমানা করেন। আদালতের ওয়ারেন্ট থাকায় থানা পুলিশ রোববার ভোর রাতে অভিযান পরিচালনা করে তার বাড়ি থেকে আটক করে। পরে তাকে সাতক্ষীরা জেলা আদালতে সোপর্দ করা হয়। 

উল্লেখ্য, কলারোয়ার মেসার্স রহমান ট্রেডার্স এর ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে ১৫ লাখ ৩২ হাজার টাকার মালামাল ক্রয় করে প্রতারণামূলক জাল-জালিয়াতির চেক প্রদান করায় তার বিরুদ্ধে আদালতে মামলা করা হয়। পরে ওই মামলায় সে আদালতে হাজিরা না দেয়ায় তার বিরুদ্ধে এ গ্রেফতারি পরোয়ানা জারিসহ এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও সমপরিমাণ জরিমানা করেন আদালত। 

এনএস/