ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

সিকৃবির আন্তঃব্যাচ সেমিফাইনালে ২২তম ব্যাচ জয়ী

সিকৃবি প্রতিনিধি

প্রকাশিত : ১১:৫২ পিএম, ২০ অক্টোবর ২০১৯ রবিবার

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) ভেটেরিনারি এনিমেল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের আন্তঃব্যাচ ফুটবল প্রতিযোগিতার প্রথম সেমিফাইনালে মাস্টার্স ব্যাচকে হারিয়েছে ২২তম ব্যাচ। রোববার (২০ অক্টোবর) বিকাল সাড়ে ৩ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে প্রথম সেমিফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। 

নির্ধারিত সময়ে তুমুল লড়াইয়ে ১-১ গোলে ড্র হলে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। তাতেও খেলার ফালাফল অপরিবর্তিত থাকায় টাই-ব্রেকারের মাধ্যমে ভাগ্য নির্ধারণ হয়। দম ফাটানো টাই-ব্রেকারে ভেটেরিনারি অনুষদ ২২তম ব্যাচ ৩-২ গোলে মাস্টার্স ব্যাচকে পরাজিত করে।

সোমাবার (২১ অক্টোবর) ২য় সেমিফাইনালের খেলা অনুষ্ঠিত হবে। একই সময়ে একই মাঠে। আর আগামী বুধবার (২৩ অক্টোবর) সিকৃবি কেন্দ্রীয় খেলার মাঠে ভেটেরিনারি, এনিমেল ও  বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদ আন্তঃব্যাচ ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, প্রতি বছরের ন্যায় এবারও সিকৃবি ভেটেরিনারি, এনিমেল ও বায়োমেডিকেল সায়েন্সেস অনুষদ ছাত্র সমিতির আয়োজন ৬ ব্যাচের শিক্ষার্থীদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে আন্তঃব্যাচ এ ফুটবল প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হচ্ছে।

এনএস/