কঙ্গোতে জঙ্গি হামলায় নিহত ২২ বেসামরিক নাগরিক নিহত
প্রকাশিত : ০৬:১২ পিএম, ২৭ ডিসেম্বর ২০১৬ মঙ্গলবার | আপডেট: ০৬:১২ পিএম, ২৭ ডিসেম্বর ২০১৬ মঙ্গলবার
কঙ্গোতে জঙ্গি গোষ্ঠীর হামলায় অন্তত ২২ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে।
দেশটির উত্তর-পশিাচমাঞ্চলের শহর বেনি থেকে ৫৫ কিলোমিটার উত্তরে এই হত্যাকান্ড চালানো হয়। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে। কর্মর্তারা এই হত্যাকান্ডের জন্য উগ্রবাদী ইসলামী জঙ্গী সংগঠন এলিয়েড ডেমোক্রেটিক ফোর্স-এডিএফ কে দায়ী করেছে। সংগঠনটি প্রায় দুই দশক ধরে কঙ্গোতে তৎপরতা চালিয়ে যাচ্ছে। গেল দুই বছরে একই অঞ্চলে শতাধিক বেসামরিক লোককে হত্যা করা হয়। তবে আইন-শৃংখলা রক্ষাকারি বাহিনীর অনেক শীর্ষ কর্মকর্তার ধারণা, হামলার সাথে বোক হারাম কিংবা আলকায়দাও জড়িত থাকতে পারে ।