ভারতে ডাক সেবা বন্ধ করল পাকিস্তান
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৭:৪৮ পিএম, ২১ অক্টোবর ২০১৯ সোমবার | আপডেট: ০৭:৫০ পিএম, ২১ অক্টোবর ২০১৯ সোমবার
কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ
পাকিস্তান হঠাৎ করে ডাক পরিষেবা বন্ধ করে দেওয়ায় ক্ষুব্দ হয়েছে ভারত। পাকিস্তানের কড়া সমালোচনা করে কেন্দ্রীয় সরকার জানিয়েছে, পাকিস্তান একতরফা ভাবে দু'দেশের মধ্যে ডাক পরিষেবা বন্ধ করেছে। এই আচরণ যে আন্তর্জাতিক নিয়মের লঙ্ঘন, তাও জানিয়েছে ভারত।
কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ জানিয়েছেন, পাকিস্তান এমন সিদ্ধান্ত নিয়েছে ভারতকে না জানিয়েই। খবর এনডিটিভির
দিল্লিতে একটি অনুষ্ঠানের ফাঁকে যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ আরও বলেন, ‘পাকিস্তানের এই সিদ্ধান্ত সরাসরি আন্তর্জাতিক ডাক পরিষেবার নিয়মের লঙ্ঘন। কিন্তু পাকিস্তান তো পাকিস্তানই।’
তিনি বলেন, পাকিস্তান কোনও নোটিস বা তথ্যজ্ঞাপন না করেই ডাক বিভাগের ভারতে চিঠি পাঠানো বন্ধ করে দিয়েছে।
এসি