ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

মা-ইলিশ শিকার, ৩৫ জেলের জেল-জরিমানা

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ১১:৫০ পিএম, ২১ অক্টোবর ২০১৯ সোমবার

চলতি মাসের ৯ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ইলিশের প্রজনন মৌসুমে নদীতে যে কোন ধরনের জাল ফেলে মাছ শিকার সরকারিভাবে সম্পূর্ণ নিষিদ্ধ। কিন্তু এ নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ রক্ষা অভিযানের ১৩তম দিনে রাজবাড়ীর পদ্মা নদীতে ইলিশ ধরার দায়ে ৩৫ জন জেলেকে আটকের পর বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার সকাল থেকে সোমবার সকাল পর্যন্ত ২৪ ঘন্টায় পদ্মা, পাংশা, কালুখালী, সদর ও গোয়ালন্দের বিভিন্নস্থানে অভিযান চালিয়ে ৩৫ জন জেলেকে আটক করা হয়। এ সময় ৩৯০ কেজি মাছ ও ২ লক্ষ ৩৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত মাছ জেলার বিভিন্ন এতিমখানা, মাদ্রাসা ও দুঃস্থদের মাঝে বিতরণ এবং জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।

সোমবার সকাল সাড়ে ১০টায় আটককৃত ৩৫ জন জেলেকে ১৮৬০ সালের দণ্ডবিধির ১৮৮ ধারায় ৮ জন জেলেকে ১১ দিন, ২১ জনকে ১০ দিন এবং ৬ জনকে ৫ হাজার করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

কালুখালীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কারাদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুন নাহার, গোয়ালন্দে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন। আর রাজবাড়ী সদরে অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এনডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রফিকুল ইসলাম ও মোঃ মহিউদ্দিন।

অভিযান পরিচালনায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা ও উপজেলা মৎস্য দপ্তর, নৌ পুলিশ, ২০ আনসার ব্যাটালিয়ান সদস্যরা।

এনএস/