ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

আজ ‘আন্তর্জাতিক ক্যাপস লক ডে’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩১ এএম, ২২ অক্টোবর ২০১৯ মঙ্গলবার

আজ ২২ অক্টোবর ‘আন্তর্জাতিক ক্যাপস লক দিবস’। কম্পিউটারের ক্যাপস লক কি’র গুরুত্ব ও এর প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে প্রযুক্তিবিদরা এই দিবসটিকে ‘বিশ্ব ক্যাপস লক ডে’ হিসেবে পালন করে থাকেন।

আপনারা যারা উইন্ডোজ ব্যবহার করে থাকেন তারা টাইপ করার সময় ক্যাপস লক বিরক্তিতে নিশ্চয়ই একবার হলেও পড়েছেন! হ্যাঁ, এই সমস্যাটি বেশি হয় পাসওয়ার্ডের ক্ষেত্রে। যাই হোক, এই ক্যাপস লক সমস্যার সমাধান কিন্তু উইন্ডোজের মধ্যেই দেয়া আছে। যা শুধুমাত্র আমাদের ইনাবল করে নিতে হবে।

ক্যাপস লক বিড়ম্বনা থেকে বাঁচার উপায়-

উইন্ডোজ ১০ এর জন্য
    Start>Settings থেকে Settings মেনু খুলুন।
    Ease of Access সিলেক্ট করুন।
    Keyboard অপশনটি সিলেক্ট করুন।
    Toggle Keys এর নিচে থাকা বাটনটি ইনাবল করে দিন।

উইন্ডোজ ৮ এবং ৮.১ এর জন্য   

    Windows Key + C চেপে ধরে চার্মস বার ওপেন করুন এবং সেখান থেকে Settings এ যান।
    Change PC Settings সিলেক্ট করুন।
    Ease of Access সিলেক্ট করুন।
    Keyboard অপশনটি সিলেক্ট করুন।
    Toggle Keys অপশনটি ইনাবল করে দিন।  

এসএ/