ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

‘দু-চারজন ব্যক্তির দায় সমগ্র যুবলীগ নেবে না’

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত : ০৩:৪১ পিএম, ২৩ অক্টোবর ২০১৯ বুধবার

দু-চারজন ব্যক্তির জন্য সমগ্র যুবলীগ তার দায় নিতে পারে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক। বলেন, যাদের দ্বারা যুবলীগ কলঙ্কিত হয়েছে, তাদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কঠোর ব্যবস্থা নিয়ে সারাদেশে বার্তা দিয়েছেন।

বুধবার দুপুরে কুড়িগ্রাম শেখ রাসেল পৌর অডিটোরিয়াম উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

নানক বলেন, অন্যায়কারী যে দলেরই হোক কাউকে ছাড় দেয়া হবে না। সফল রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে যে দলেরই হোক তার বিরুদ্ধে কঠোর অবস্থান নেবেন এবং সেই কঠোর অবস্থানের মধ্য দিয়ে শুদ্ধি অভিযান শুরু হয়েছে তা চলবে।

তিনি বলেন, আগামী ২৩ নভেম্বর যুবলীগের কংগ্রেসকে কেন্দ্র করে যুবলীগের চেয়ারম্যানকে অব্যাহতি দেয়া হয়েছে। যারা অপকর্মের সঙ্গে জড়িত তাদেরকেও অব্যাহতির মধ্যে দিয়ে যুবলীগ ২৩ নভেম্বর কংগ্রেসে নতুন নেতৃত্বের নবতর যাত্রা শুরু করবে।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আরও বলেন, দুর্নীতি দমন কমিশন স্বাধীন, তারা স্বাধীনভাবে কাজ করছেন। তাদের যার কাছে হিসাব চাওয়ার, সে যেই হোক তার কাছে হিসাব চাইতে পারে, তদন্ত করতেই পারে। তারা যে দায়িত্ব পালন করছেন সে দায়িত্ব পালনে আমাদের সবারই সহযোগিতা করতে হবে।