নোবিপ্রবিতে শুরু হতে যাচ্ছে বাজেট অলিম্পিয়াড-২০১৯
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৫:৫৫ পিএম, ২৩ অক্টোবর ২০১৯ বুধবার
স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বাজেট নিয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যকে সামনে রেখে জাতীয় বাজেট ও জন-অর্থায়ন বিষয়ে তরুণদের মাঝে আগ্রহ সৃষ্টি এবং বাজেট বিতার্কিকদের অন্বেষণে গণতান্ত্রিক বাজেট আন্দোলন দেশব্যাপী 'বাজেট অলিম্পিয়াড-২০১৯' শুরু হতে যাচ্ছে।
এরই অংশ হিসেবে আগামী ২৪ অক্টোবর নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মুক্তিযোদ্ধা হাজী ইদ্রিস মোহাম্মদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে বাজেট অলিম্পিয়াড-২০১৯।
প্রথমবারের মতো নোয়াখালী রিজিওনে বাজেট অলিম্পিয়াডের আয়োজন করছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের রয়েল ইকোনোমিক্স ক্লাব।
বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এবং নোয়াখালী অঞ্চলের বিভিন্ন স্বনামধন্য কলেজগুলোতে রেজিস্ট্রেশন ক্যাম্পেইন চলেছিল এবং গত ২০ অক্টোবর রেজিস্ট্রেশন শেষ হয়।
প্রতিযোগীদের পুরষ্কার হিসেবে একজন 'ন্যাশনাল বাজেট চ্যাম্পিয়ন ও দু'জন 'ন্যাশনাল বাজেট রানার্স-আপ'কে ট্রফি, সার্টিফিকেট এবং চ্যাম্পিয়নকে নগদ ১৫ হাজার টাকা ও রানার্স-আপ দুইজনকে ১০ হাজার টাকা ফেলোশিপ প্রদান করা হবে।
কেআই/এসি