ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

বেনাপোলে ১০টি স্বর্ণের বারসহ ভারতীয় নাগরিক আটক

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ০৩:৪০ পিএম, ২৪ অক্টোবর ২০১৯ বৃহস্পতিবার | আপডেট: ০৩:৪১ পিএম, ২৪ অক্টোবর ২০১৯ বৃহস্পতিবার

যশোরের বেনাপোল সীমান্ত থেকে ১০টি স্বর্ণের বারসহ গোপাল সরকার (৬০) নামে ভারতীয় এক নাগরিককে আটক করেছে বিজিবি’র সদস্যরা।

বৃহস্পতিবার দুপুরে সীমান্তের দৌলতপুর বিওপি পোস্টের উত্তর পার্শ্বের মাঠ থেকে তাকে আটক করা হয়। আটক গোপাল সরকার ভারতের উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ থানার কালিয়ানি গ্রামের মৃত শিবু সরকারের ছেলে।

খুলনা ২১ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার জানান, গোপন সংবাদের মাধ্যমে জানা যায়, ভারতীয় এক নাগরিক বিপুল পরিমাণ স্বর্ণের বার ভারতে পাচার করবে। এ সময় দৌলতপুর বিওপির টহল দল সীমান্তে অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে তার শরীর তল্লাশি করে ১০টি স্বর্ণের বার (এক কেজি ১৭০ গ্রাম) উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৫৮ লাখ ৫১ হাজার টাকা। স্বর্ণের বারসহ আটক ব্যক্তিকে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

একে//