ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪,   পৌষ ৮ ১৪৩১

ঝালকাঠিতে ৩০ হাজার মিটার কারেন্ট জাল ও এক মণ ইলিশ উদ্ধার

ঝালকাঠি প্রতিনিধি:

প্রকাশিত : ০৭:০৩ পিএম, ২৪ অক্টোবর ২০১৯ বৃহস্পতিবার

নিষিদ্ধ সময় মা ইলিশ ধরার অপরাধে আজ বৃহস্পতিবার সকালে ঝালকাঠির সুগন্ধা নদীতে অভিযান চালিয়ে সাত জেলেকে আটক করা হয়েছে। আটককৃতদের বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও জরিমানা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (এনডিসি) মো. বশির গাজী ও নলছিটি উপজেলা নির্বাহী অফিসার রুম্পা সিকদার।

নদী থেকে এক মণ ইলিশ ও ৩০ হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (এনডিসি) মো. বশির গাজী ও নলছিটি উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ যৌথভাবে অভিযান চালায়। যৌথভাবে সুগন্ধা নদীতে এ অভিযান চালায়। জব্দকৃত জালগুলো জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে পুড়িয়ে ফেলা হয়েছে।  

আরকে//