ঢাকা, শুক্রবার   ২৭ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ১১ ১৪৩১

জয়পুরহাটে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান

জয়পুরহাট প্রতিনিধিঃ 

প্রকাশিত : ১১:০২ পিএম, ২৪ অক্টোবর ২০১৯ বৃহস্পতিবার | আপডেট: ১১:০২ পিএম, ২৪ অক্টোবর ২০১৯ বৃহস্পতিবার

শিক্ষার্থীদের পড়া লেখায় উৎসাহিত করতে জয়পুরহাটে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ভাল ফলাফলকারী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে। সকালে জয়পুরহাট জেলা পরিষদ মিলনায়তনে বেসরকারী সংস্থা আশা’র আয়োজনে শিক্ষা বৃত্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে শিক্ষার্থীদের হাতে বৃত্তির নগদ টাকা তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক মনিরুজ্জামান। 

এসময় আশা’ বগুড়া ডিভিশনের ম্যানেজার মিজানুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারি জেলা শিক্ষা অফিসার শাহাদুজ্জামান জামান, আশা’র ডিরেক্টর প্রোগ্রাম আবু হাসনাত চৌধুরী, কর্মকর্তা আলী আজগর ভুইয়া প্রমুখ। 

অনুষ্ঠানে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত গরীব ও মেধাবী ৪১ জন শিক্ষার্থীর প্রত্যেককেই নগদ ১১ হাজার টাকা করে প্রদান করা হয়। বৃত্তির এই টাকা দিয়ে শিক্ষার্থীরা উচ্চ শিক্ষা নিতে আগ্রহী হবে বলে জানানো হয়। এককালীন টাকা পেয়ে শিক্ষার্থীরাও আনন্দিত হয়েছে। 

আরকে//