২৬ অক্টোবর : ইতিহাসের এই দিনে
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১১:৩৯ এএম, ২৬ অক্টোবর ২০১৯ শনিবার
আজকের দিনটি কাল হয়ে যায় অতীত। এই প্রতিটি দিনই এক একটি ইতিহাস। আজ ২৬ অক্টোবর ২০১৯, শনিবার। এক নজরে দেখে নিন ইতিহাসের আজকের এই দিনে কি কি ঘটেছিল। কে কে জন্ম নিয়েছিলেন ও মৃত্যুবরণ করেছিলেন।
ইতিহাসের পাতায় ২৬ অক্টোবর :
১৮৬৩- ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন গঠিত হয়।
১৯৩৪- মহাত্মা গান্ধীর উদ্যোগে গ্রামীণ শিল্প সমিতি প্রতিষ্ঠিত হয়।
১৯৩৬- মাও সেতুংয়ের নেতৃত্বে চীনে লংমার্চ শুরু।
১৯৫০- মাদার তেরেসা ভারতের কলকাতা শহরে সেবা প্রতিষ্ঠান মিশনারিজ অব চ্যারিটি প্রতিষ্ঠা করেন।
১৯৫৬- আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা গঠিত হয়।
১৯৭১- চীন জাতিসংঘের সদস্যপদ লাভ করে।
আজ যাদের জন্মতারিখ :
১৮৭৩- বিখ্যাত বাঙালি রাজনীতিবিদ আবুল কাশেম ফজলুল হক।
১৮৮০- রুশ দেশের একজন প্রখ্যাত সাহিত্যিক আন্দ্রে বেলি।
১৮৮৮- কবি মোহিতলাল মজুমদার।
১৮৯০- বাংলা ভাষার অন্যতম প্রধান ভাষাবিজ্ঞানী ভাষাচার্য সুনীতিকুমার চট্টোপাধ্যায়।
১৯৪৭- যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্ট লেডি হিলারি রডহাম ক্লিন্টন।
১৯৭২- জনপ্রিয় চিত্রনায়ক রিয়াজ।
আজ যাদের মৃত্যু হয় :
১৯৫৯- জার্মান ফুটবলার আন্দ্রিয়াস হিনযে।
১৯৭৯- দক্ষিণ কোরিয়ার সাবেক রাষ্ট্রপতি পার্ক চুং হি আততায়ীর হাতে নিহত।
১৯৮৯- নোবেলজয়ী আমেরিকান রসায়নবিদ চার্লস জে. পেডেরসেন।
২০১৩- আমেরিকান গায়ক, গীতিকার এবং প্রযোজক আল জনসন।
এসএ/