ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১১ ১৪৩১

জাপানে বন্যা ও ভূমিধসে ১০ জনের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১৩ পিএম, ২৬ অক্টোবর ২০১৯ শনিবার

জাপানে শক্তিশালী টাইফুন আঘাতের মাত্র দু’সপ্তাহের ব্যবধানে দেশটির পূর্বাঞ্চলে ভারী বর্ষণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে ১০ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে অন্তত তিনজন।

দেশটির সরকারি সম্প্রচারক এনএইচের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (২৫ অক্টোবর) ভারী বর্ষণের ফলে পূর্ব ও উত্তর-পূর্ব জাপানের চিবা এবং ফুকুশিমা অঞ্চল ডুবে গেছে। এর ফলে এ দুই অঞ্চলে ব্যাপক ভূমি ধসের ঘটনা ঘটে।

এমনকি অনেক জায়গায় গত ছয়মাসের বৃষ্টিপাতের গড়কে ছাড়িয়ে গেছে। এর মধ্যে কেবল চিবার উশিকু শহরেই ১২ ঘণ্টায় ২৮৩ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

এদিকে, ভারী বর্ষণের ফলে আঘাত হানা অঞ্চলের মানুষদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে নির্দেশ দিয়েছে দেশটির নিরাপত্তা বিভাগ।

টাইফুন হাগিবিসে লণ্ডভণ্ড মধ্য ও পূর্বাঞ্চলীয় শহরগুলোতে তীব্র বাতাস ও মুষলধারে বৃষ্টির পাশাপাশি আরও বন্যা ও ভূমিধসের আশঙ্কা করছে কর্তৃপক্ষ।

দেশটিতে সম্প্রতি শক্তিশালী টাইফুনের আঘাতে এখন পর্যন্ত ৮৮ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে বেশ কয়েকজন। আহত অন্তত তিন শতাধিক।

অধিক বৃষ্টিপাত, বন্যা ও ভূমিধসের কারণে অনেক জায়গায় স্থগির হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। এতে করে ব্যহত হচ্ছে বাস ও ট্রেন চলাচল।
আই/