আরডিএম স্কুলের শতবর্ষ উদযাপনে নিবন্ধন চলছে
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৮:২০ পিএম, ২৬ অক্টোবর ২০১৯ শনিবার | আপডেট: ০৫:৩০ পিএম, ২৭ অক্টোবর ২০১৯ রবিবার
আগামী ২০২০ সালে একশ বছর পূর্তি হচ্ছে জামালপুরের সরিষাবাড়ির আরডিএম মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের। শতবর্ষ উদযাপন উপলক্ষে এরইমধ্যে বর্তমান ও প্রাক্তন ছাত্র-ছাত্রীদের মাঝে বিরাজ করছে উৎসবের আমেজ।
এ উপলক্ষে আগামী জানুয়ারিতে দুই দিনব্যাপী অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ। অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য বর্তমান ও প্রাক্তন ছাত্ররা নিবন্ধন করে অংশ নিতে পারবেন।
ইতোমধ্যে ঢাকা ও সরিষাবাড়ীতে সরাসরি নিবন্ধনের পাশাপাশি, দেশ ও দেশের বাইরে অবস্থানরত প্রাক্তন ছাত্রদের জন্য অনলাইন নিবন্ধন চালু করা হয়েছে। www.rdmpilothighschool.com ওয়েবসাইটে গিয়ে নিবন্ধন করা যাবে। অনলাইনে যেকোন ব্যাংকের ক্রেডিট ও ডেবিট কার্ড, নিজের হিসাব এবং মোবাইল লেনদেন সেবা (বিকাশ, রকেট, সিওর ক্যাশ) এর মাধ্যমে নিবন্ধন ফি (প্রাক্তন ছাত্র ৩০০ টাকা, অতিথি জনপ্রতি ২০০ টাকা ও প্রবাসী ২৫ ডলার) জমা দেয়া যাবে।
জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার সিমলা বাজারে ১৯২০ সালে প্রতিষ্ঠিত হয়েছে সুনাম ধন্য আরডিএম মডেল পাইলট উচ্চ বিদ্যালয়। তৎকালীন টাংগাইল জেলার সান্তোষের জমিদার মহারানী দিনমণি চৌধুরানী প্রতিষ্ঠা করেন এই স্কুলটি। এই রানী দিনমণির নামনুসারে স্কুলটির নাম রাখা হয়েছে আরডিএম পাইলট উচ্চ বিদ্যালয়। স্কুলটি প্রতিষ্ঠার পরই মাধ্যমিক বিদ্যালয় হিসাবে কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্বীকৃতি লাভ করে। ইতিপুর্বে এই বিদ্যালয় থেকে পাশ করা ছাত্র-ছাত্রীরা দেশের বিভিন্ন স্থানে ব্যবসা বাণিজ্য,অফিস আদালত এবং বিশ্ববিদ্যালয়ে উচ্চ পদস্থ কর্মকর্তা হিসাবে নিয়োজিত আছেন।
এছাড়াও অনেকে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে উচ্চ পদস্থ কর্মকর্তা এবং রাজনৈতিক ব্যক্তি হিসাবে নিয়োজিত রয়েছেন। অনেকে সংসদ সদস্য হয়ে দেশ পরিচালনা করেছেন। এ বিষয়ে প্রতিষ্ঠানটি প্রধান শিক্ষক মোঃ নজরূল ইসলাম বলেন, এই বিদ্যালয়টি ২০২০ সালে ১০০ বছর পূর্তি হতে যাচ্ছে, এই ১০০ বছর পূর্তি অনুষ্ঠানটি জাঁকজমকভাবে করার চেষ্টা করছি। আগামী ২০২০ সালের জানুয়ারী মাসে জামালপুরের সরিষাবাড়ীর আরডিএম মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের শত বছর পূর্তিতে স্কুলের প্রাক্তন এবং বর্তমান ছাত্র-ছাত্রীরা উপস্থিত থেকে শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠান সম্পন্ন করবে। এমনটি প্রত্যাশা সবার।
আরকে//